প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
২ নভেম্বর। মৃত প্রিয়জনদের আত্মার স্মৃতিতে সমাধিস্থলে জ্বালানো হয় মোমবাতি, সাজানো হয় ফুল দিয়ে। বুধবার কলকাতার বিভিন্ন গোরস্থানে অল সোলস’ ডে পালন করলেন ক্যাথলিক খ্রিষ্টানরা।