প্রতিবেদন: প্রচেতা
মধ্য কলকাতার পুরনো পাড়া। লাল ইঁটের বাড়ি। রাস্তায় হাঁটতে চলতে কানে আসবে পাড়ার লোকের ছেঁড়া ছেঁড়া ইংরেজি-হিন্দি মেশানো আলাপ। বো ব্যারাকস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে উঠেছিল এই বসতি। অনেকেই বিদেশে পাড়ি দিয়েছেন, বা নতুন ঠাঁই বানিয়েছেন এ শহর বা দেশেরই অন্য কোথাও। ১৩২টি অ্যাংলো-ইন্ডিয়ান পরিবার এখনও রয়ে গিয়েছেন। বড়দিনের আমেজ মাখতে গোটা কলকাতা উপচে পড়ে এই ঐতিহ্যবাহী বসতির ছোট চৌহদ্দির মধ্যে। আনন্দবাজার অনলাইনে বো ব্যারাকসের গল্প।