Dibyendu Bhattacharya On Bonbibi
নিজের অভিনীত কোন চরিত্রের মুখোমুখি কোনওদিন হতে চাইবেন না? ভণিতাহীন জবাব দিব্যেন্দুর
“বাঘের সঙ্গে লড়াই করেছিল জাহাঙ্গীর”, ‘বনবিবি’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের বিষয় নানা অজানা কথা ভাগ করে নিলেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ১৮:২৯
রাজদীপ ঘোষের আগামী ছবি ‘বনবিবি’তে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। দিব্যেন্দুর পাশাপাশি এই ছবিতে হাজির হবেন পার্নো মিত্র এবং সোহিনী সরকারও। ‘বনবিবি’তে তাঁর চরিত্র নিয়ে নানা কথা বলার প্রসঙ্গে বলিউড ও টলিপাড়া নিয়েও কথা বললেন দিব্যেন্দু। শুনল আনন্দবাজার অনলাইন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)