প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: মণিরূপা, সম্পাদনা: ঋতুরাজ
কেকের আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল গোটা দেশকে। সেই স্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায় ঠিক তার আগেই কেকের উদ্দেশ্যে গায়ক রূপঙ্করের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ! কেকে ভক্তরা কার্যত রূপঙ্করকেই দায়ী করে বসেন কেকের মৃত্যুর জন্য। চরম হেনস্থার শিকার হতে হয় জাতীয় পুরস্কার জয়ী বাঙালি গায়ককে। ছাড় পায়নি তাঁর পরিবারও। দুঃসময়ে পাশে থাকেনি পেশাগত বন্ধুরাও। কিন্তু, তারপরেও, এক বাঙালির পাশেই দাঁড়ালেন আরেক বাঙালি।রাঘব চট্টোপাধ্যায়। অকপটে জানালেন, বাংলায় বলেই এটা হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে হলে এভাবে পেশাগত হেনস্থার শিকার হতে হত না বাঙালি গায়ককে।