প্রতিবেদন: তীর্থঙ্কর
উত্তরাখণ্ডের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (নিম)-এর ২৭ জন শিক্ষানবিশ পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। তুষারধসে অধিকাংশই হয় মৃত নয়তো নিখোঁজ। ছিলেন এ রাজ্যের তিন অভিযাত্রী। তিনজনই মৃত। এঁদের অন্যতম অমিতকুমার সাউয়ের দেহ আজ কলকাতায় আনা হল।
দমদম বিমানদবন্দরে দেহ আসার পর সেখানে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিমানবন্দর থেকে দেহ নিয়ে যাওয়া হয় বেহালা মুচিপাড়ার বাড়িতে। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা শ্রদ্ধা জানানোর পর শেষকৃত্য সম্পন্ন করা হয় বাটা শ্মশানে।
একই ঘটনায় মৃত সন্দীপ সরকার এবং সৌরভ বিশ্বাস। নিউ ব্যারাকপুরের বাড়িতে সন্দীপের দেহ ফিরবে আগামিকাল।