Bengal Ration Distributio Case

রেশন দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

দুপুর ১টা নাগাদ ইডির দফতরে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু বিদেশে থাকার কারণে সে সময়ে হাজিরা দিতে পারেননি ঋতুপর্ণা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ১৪:৫৪
Share:
Advertisement

২০১৯ এর চিটফান্ড মামলার পর ২০২৪ এর রেশন দুর্নীতি মামলা। দ্বিতীয়বার ইডির তলবে সাড়া দিয়ে নির্ধারিত দিনেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার দুপুর ১ তা নাগাদ পৌঁছয় তার গাড়ি। সঙ্গে ছিলেন তার আইনজীবী।

গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু বিদেশে থাকার থাকার কারণেই সেই সময় হাজিরা দিতে পারেননি ঋতুপর্ণা। ১৯ জুন দ্বিতীয় নোটিস পেয়ে এবার সোজা হাজির হলেন তিনি।

Advertisement

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ইডি। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করেন ইডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement