প্রতিবেদন: প্রচেতা
আবেদন করেও জামিন পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ব্যাঙ্কশাল আদালতে আজ দুই পক্ষের সওয়াল জবাবের পর তৃণমূল বিধায়ককে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুধু তাই নয়, তদন্তকারীরা চাইলে তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এদিন আদালতে মানিকের বিরুদ্ধে পরিবারকে ঢাল করার বিস্ফোরক অভিযোগ করে ইডি। মৃত ব্যক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে কোটি কোটি টাকার আমানত রেখেছেন মানিক, এমনই অভিযোগ তদন্তকারী সংস্থার তরফে। যদিও মানিক ভট্টাচার্যের তরফে তাঁর আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেন। মানিককে সিবিআইয়ের তরফে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়, যার অনুমতিও দিয়েছেন আদালত।