সম্পাদনা: বিজন
২০২৪ সালের ৭ জানুয়ারি, বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ সাধারণ নির্বাচন। এই ভোটে লড়তে পারবে না বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল জামাতে ইসলামি। হাই কোর্টের দেওয়া দশ বছর আগের নির্দেশই বহাল রাখল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। ‘জামাতে ইসলামি ধর্মনিরপেক্ষ নয়, যা দেশের সংবিধানের পরিপন্থী’, তাই ভোটে প্রতীক নিয়ে লড়াইয়ের ছাড়পত্র দেওয়া হবে না, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। তবে রাজনৈতিক কর্মসূচি নিতে পারবে জামাতে ইসলামি।