RG Kar Viral Audio Clip

‘উনি সুইসাইড করেছেন হয়তো’, প্রকাশ্যে নির্যাতিতার বাবা-মার সঙ্গে হাসপাতালের কথোপকথন?

আরজি কর-কাণ্ডে নয়া মোড়। নির্যাতিতার বাবা-মাকে ফোন করে হাসপাতাল থেকে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই কল রেকর্ডিংই এ বার প্রকাশ্যে বলে দাবি উঠেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ২৩:৫৪
Share:
Advertisement

আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা-মা ঘটনার পর থেকেই অভিযোগ করেছিলেন, তাঁদের হাসপাতাল থেকে ‘ভুল তথ্য’ দেওয়া হয়েছিল। তাঁদের প্রশ্ন, কেন প্রথমে তাঁদের মেয়ে অসুস্থ এবং পরে ‘আত্মহত্যা’ করেছেন বলা হয়েছিল। সেই কল রের্কডিং এ বার প্রকাশ্যে এসেছে বলে দাবি। যদিও এই ফোনকলের সত্যতা যাচাই করে নি আনন্দবাজার অনলাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনিও বলেন, “কয়েকটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। আমরা আগে যা বলেছি, এই অডিয়ো ক্লিপগুলি কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে।” পুলিশের তরফ থেকে যে পরিবারকে ‘ভুল তথ্য’ দেওয়া হয়নি, তা এই অডিয়ো ক্লিপেই স্পষ্ট বলে দাবি লালবাজারের। কী শোনা যাচ্ছে অডিয়ো ক্লিপে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement