প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
দ্বিতীয়বার ময়নাতদন্ত নয়, অশোক সিংহের রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে জানাল কলকাতা হাই কোর্ট। বুধবার চুরির মোবাইল ব্যবহারের অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হয় অশোক সিংহকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অশোকের দেহ রক্তাক্ত ছিল। শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘেরাও করা হয় থানা। এমনকি আদালতের দ্বারস্থও হয় পরিবার। যদিও ময়নাতদন্তের পর জানা যায়, দেহে কোনও আঘাত ছিল না। মাথায় আঘাত লেগেই মৃত্যু হয় অশোকের। এই ইস্যুতে কলকাতা হাই কোর্টকে অবগত করানো হলে আদালত জানায়, দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই। তবে পরিবারের দাবি মেনেই পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাই কোর্টের রায় জানার পর, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সংবাদমাধ্যমকে বলেন, “ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। কিন্তু মাথায় আঘাত লাগল কী ভাবে, সেটাই জানতে চাই আমরা।” নিজের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, “আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতাল থেকে দেহ হস্তান্তর হবে। আদালত যে ভাবে বলবে সেই ভাবেই আমরা কাজ করব। তবে এর শেষ দেখে ছাড়ব”। ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।