ব্যর্থতা ছোট একটা শব্দ হলে, অনেকের জীবনেই এর অভিঘাত পড়ে চরম ভাবে। সাফল্য আর ব্যর্থতার দাঁড়িপাল্লায় জীবন মাপতে মাপতে যখনই ব্যর্থতার পাল্লা ভারী হয়ে যায়, তখনই কারও নামের আগে যোগ হয় ‘অযোগ্য’ তকমা। শুধু যে পরিপার্শ্ব অযোগ্য হিসাবে দাগিয়ে দেয়, তা নয়। এই ভাবনা অনেক সময় নিজের মনের মধ্যেও ঘোরাফেরা করে। সাফল্যের ইতিহাস মনে না রেখে সাময়িক ব্যর্থতার মাপকাঠিতে যোগ্যতার বিচার করা হয়। কিন্তু ব্যর্থতা আর অযোগ্যের মধ্যে কি সত্যিই সামানুপাতিক সম্পর্ক? ব্যর্থ হওয়া মানেই যোগ্যতার লেশমাত্র নেই? সত্যিই খুঁজতে আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউব পেজে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে’ অনুষ্ঠানের এ সপ্তাহের বিষয় ‘ব্যর্থতা মানেই অযোগ্য?’