সমপ্রেম নিয়ে ছুৎমার্গ রয়েছে এখনও সমাজের নানা স্তরে। আর এই ‘লোকের’ ভয়ে প্রেম আড়াল করার কিছু সমস্যা নিয়েই সোমবার, প্রেম দিবসে আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এটিই ছিল প্রথম পর্ব। এ পর্বের বিষয় ‘সমপ্রেম’। প্রতি পর্বের আগেই অনুত্তমার কাছে পাঠানো যাবে প্রশ্ন, ভাবনা, মতামত। এ বার নানা জনের কাছ থেকে ই-মেলে তেমন কিছু প্রশ্ন পেয়েছিলেন মনোবিদ। কথায় কথায় অনুত্তমা বললেন, ‘‘আমরা দেখে এসেছি পুরুষ এবং নারী সন্তান উৎপাদন করবেন। তাঁরা বিবাহ করবেন। এবং এটাই যেন একমাত্র পথ। একমাত্র সম্পর্কের মূল চরিত্র। তা যে গোটাটা নয়, তার বাইরেও যে সম্পর্কের আরও নির্মাণ হতে পারে, এই ভাবনার মধ্যে আদতে যে কোনও অস্বাভাবিকতা নেই, এতে যে কোনও মানসিক অসুখ নেই, পরিবারকে, সমাজকে আরও সে বিষয়ে সচেতন হতে হবে।’’