প্রতিবেদন: সুদীপ্তা
উবু হয়ে বসে, ভ্রূ কুঁচকে শাক গুনছেন প্রৌঢ়। গুনতি শেষ হতেই দোকানির উপর মৃদু চোটপাট— “চোদ্দটা নেই তো!” দোকানিও ছাড়ার পাত্র নন— “কুচি করে কাটা তো, আপনি তাই আলাদা করতে পারছেন না!” ভূত চতুর্দশীর সকালে, কলকাতার বাজারের এই ছবিটা খুবই চেনা। সময় বদলালেও কিছু প্রথা টিকে থাকে। কালীপুজোর আগের দিন সকালে, চোদ্দশাকের বিকিকিনি দেখতে মানিকতলা বাজারে হাজির আনন্দবাজার অনলাইন।