প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ
মেঘলা করে আসা সন্ধ্যায় ছিল না আশ্রয়, বর্ষার রাতে ছিল না ছাতা। মাথার উপর ছাদ বলতে উন্মুক্ত আকাশ আর পায়ের তলায় জমিন বলতে পিচ ঢালাই রাস্তা। ওঁদের এক একটা রৌদ্রদগ্ধ দুপুর কেটেছে নির্জলা অনশনে। সন্তান কোলে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বসে থেকেছেন মা। দাদার জন্য লড়েছেন ভাই। আমরা করব জয় — অবিরাম স্লোগানে জেগে থেকেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের রাস্তা। ঘরে-বাইরে লড়াইয়ের ৭২ ঘণ্টা, একটা আন্দোলনের আর্কাইভ।