TET

দিনভর টানাপড়েন, মধ্যরাতের পুলিশি অভিযানে ভাঙল চার দিনের অবস্থান বিক্ষোভ

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ১২টা। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের সামনের রাস্তায় ঠিক কী কী ঘটল। আনন্দবাজার অনলাইনের এক্সক্লুসিভ প্রতিবেদন।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৬:৪০
Share:
Advertisement

সল্টলেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অবস্থান ও অনশনে ‘ছেদ’। বৃহস্পতিবার দিনভর চলল টানাপড়েন। বেলা ১২টা থেকেই ২০১৪ সালের টেট উত্তীর্ণদের বিরোধিতায় ২০১৭ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হল সল্টলেক। তারপর দুপুরে টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে পর্যবেক্ষণ জানাল কলকাতা হাই কোর্ট । বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কোর্ট অর্ডার হাতে পাওয়ার পর থেকেই দফায় দফায় মাইক প্রচার করে আন্দোলন তুলে নিতে অনুরোধ করে পুলিশ। রাত গড়াতেই হুঁশিয়ারি এবং শেষ পর্যন্ত রাস্তা থেকে আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল বিধাননগর পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement