প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
সল্টলেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অবস্থান ও অনশনে ‘ছেদ’। বৃহস্পতিবার দিনভর চলল টানাপড়েন। বেলা ১২টা থেকেই ২০১৪ সালের টেট উত্তীর্ণদের বিরোধিতায় ২০১৭ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হল সল্টলেক। তারপর দুপুরে টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে পর্যবেক্ষণ জানাল কলকাতা হাই কোর্ট । বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কোর্ট অর্ডার হাতে পাওয়ার পর থেকেই দফায় দফায় মাইক প্রচার করে আন্দোলন তুলে নিতে অনুরোধ করে পুলিশ। রাত গড়াতেই হুঁশিয়ারি এবং শেষ পর্যন্ত রাস্তা থেকে আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল বিধাননগর পুলিশ।