রবিবার সকাল থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পূর্ণাঙ্গ ফল না বেরোলেও, ‘ট্রেন্ড’ পরিষ্কার। রাজস্থান ও ছত্তীসগঢ়ে ক্ষমতাসীন কংগ্রেসকে হারিয়ে কুর্সি দখলের পথে বিজেপি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কাজ করেনি তা ভোটগণনার সকাল থেকেই স্পষ্ট হয়েছিল। সে রাজ্যে ফের সরকার গড়তে চলেছে শিবরাজ চৌহানের দল। কংগ্রেসের প্রাপ্তি শুধুই দক্ষিণের রাজ্য তেলঙ্গানা। সেখানে ভারত রাষ্ট্র সমিতির কেসিআর-এর মসনদ হাতছাড়া হওয়ার জোগাড়। এই ফলের কারণ কী? অভিঘাতই বা কী? এ রাজ্যের রাজনীতিতেই বা কী প্রভাব? লোকসভার ‘সেমিফাইনালে’র স্কোরকার্ডের বিশ্লেষণে আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা।