Weather Update

উত্তর জুড়ে লাল সর্তকতা, বৃষ্টিপাতের পরিমাণ বিপদসীমা ছাড়াবে, পূর্বাভাস হাওয়া অফিসের

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি কমবে।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৯:২২
Share:
Advertisement

বুধবার উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বানভাসি বহু এলাকা। তারই মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে জলপাইগুড়িতে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। কালিম্পং, দাজিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে মালদহ, দুই দিনাজপুর, সর্বত্র লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিনটি জেলায় লাল সতর্কতা রয়েছে। দুর্যোগ চলবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি কমে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement