পঞ্চায়েত ভোটের প্রচারে মালদহের সুজাপুরে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই দলের ভাবী পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া বার্তা তাঁর। প্রতি তিন মাস অন্তর অন্তর পঞ্চায়েতের কাজের পর্যালোচনা হবে। সেখানে নির্দিষ্ট করে মূল্যায়ন করা হবে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানদের কাজ। কাজে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তাঁর। এমনকি পঞ্চায়েত প্রধানের পদও হারাতে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মালদহের ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শেষ কথা বলবেন তিনিই। কাজে সন্তুষ্ট না হলে যে তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত প্রধানকে প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করতে পারেন, সে কথাও আগাম জানিয়ে রাখলেন অভিষেক। এখানেই শেষ নয়। পঞ্চায়েত ভোটের আগে মালদহে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেও আক্রমণ করেন তিনি। অধীরকে ‘বিজেপির এজেন্ট’ বলে আক্রমণ করেন অভিষেক।