Duttapukur Blast

মোচপোলে ভয়ের ‘টুরিজ়ম’, দত্তপুকুরের বিস্ফোরণস্থল দেখতে দূর থেকে আসছেন মানুষ

গ্রেফতার ১, উদ্ধার আরও ১ দেহ, দত্তপুকুরের বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত কেরামতের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন
দত্তপুকুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ১৩:২৩
Share:
Advertisement

সোমবার সকালেও এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কাছেরই একটি পুকুর থেকে সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ভয়ের রেশ এখনও কাটেনি, তা সত্ত্বেও ঘটনাস্থলে মানুষের ভিড়। বিস্ফোরণে ছত্রখান হয়ে যাওয়া এলাকা এক বার স্বচক্ষে দেখার জন্য ভিড় জমাচ্ছেন দূর থেকে আসা মানুষেরা। আসছেন রাজনৈতিক দলের নেতারাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা মহম্মদ সেলিমেরও মোচপোলে আসার কথা আছে। সোমবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।

সূত্রের খবর, রবিবার রাতে নীলগঞ্জ এলাকা থেকে সফিকুল ইসলাম ওরফে শফিক আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। সফিকুল বাজি কারখানার মালিক কেরামত আলির ‘অংশীদার’ বলে জানা গিয়েছে। যে চার জনের নামে প্রাথমিক ভাবে এফআইআর দায়ের করা হয়েছিল তাঁদের মধ্যে সফিকুলও ছিলেন বলে খবর। তিনি অবৈধ বাজি কারখানায় শ্রমিক সরবরাহ করতেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement