Mamata Banerjee

‘হ্যাপি নিউ ইয়ার গিফট’, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

১ জানুয়ারি থেকেই আরও ৪ শতাংশ মহার্ঘভাতা পাবেন সরকারি কর্মচারীরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:০৫
Share:
Advertisement

ক্রিসমাস উৎসবের সূচনা লগ্নে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেন্ট জ়েভিয়ার্সে আয়োজিত একটি অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা জানান তিনি। এর আগে বিধানসভায় বাজেট অধিবেশনে চিরকুটে লিখে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগে এ বার নিজেই এই ঘোষণা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা আমার হ্যাপি নিউ ইয়ার গিফট। ২০১৯ থেকে ৪ বছরের মধ্যে সরকার ৬ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। আমাদের সরকারের খরচ হয়েছে ৪ হাজার কোটি টাকারও বেশি। ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনভোগীরা।” তাঁর কথায়, বর্ধিত মহার্ঘভাতার জন্য সরকারের খরচ হবে ২ হাজার ৪০০ কোটি টাকা। একই সঙ্গে কেন্দ্রের বেতন কাঠামোর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, রাজ্য বর্ধিত মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। তাঁর বক্তব্য, রাজ্যের বেতন কাঠামো আর কেন্দ্রের কর্মচারীদের বেতন কাঠামো এক নয়। কেন্দ্রের কাছে রাজ্যের যে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, সে কথাও আরও একবার নিজের বক্তব্যে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের বকেয়া আদায় নিয়েও তাঁর কথা হয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি। নিজের বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্রিসমাস তাঁর ভাল লাগে। সব উৎসবেই তিনি সামিল হন। সকলকে বড়দিন এবং ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মন ভাল রাখুন। মন ভাল থাকলেই শরীর ভাল থাকবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement