শুরুটা হয়েছিল ঘটপুজো দিয়ে। কালের নিয়মে এসেছে পট। তার পরে মূর্তি। ১৭৪২ সালে এই পুজো শুরু হয় দাঁতনের আঙ্গুয়া দাস মহাপাত্র জমিদার বাড়িতে। ২৮০ বছরের পুরনো পুজো। বেশ ধুমধাম করেই পুজো হয় এখানে। শোনা যায়, দুর্গার পছন্দ ধানের মুড়কি খই। তাই কয়েক মণ খইয়ের মুড়কি দিয়ে প্রসাদ তৈরি হয় এই পুজোয়। প্রায় তিন শতকের পুরনো এই জমিদারবাড়িতে পুজোর হোমেও রয়েছে বিশেষ নিয়ম। আগের মতো আড়ম্বর না থাকলেও নিয়ম নীতি আজও অটুট। পরিবারের সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর চার দিন প্রায় সকলেই সামিল হয় দাঁতনের এই জমিদার বাড়িতে।