৫০ দিনেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আহত অন্তত হাজার। মণিপুরে ৬০ হাজার মানুষ ঘরছাড়া। পরিস্থিতি পরিদর্শনে দিন কয়েক আগেই মণিপুর গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিন দিন ছিলেন তিনি। এ বার তাঁর নেতৃত্বেই হল সর্বদল বৈঠক। মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠকে শামিল হয় কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, শিবসেনা-সহ আরও একাধিক দল। এই বৈঠকেই প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীরা। একই সঙ্গে অমিত শাহের উদ্দেশে তাঁদের আর্জি, বিরোধীদের পরিস্থিতি দেখতে দেওয়া হোক। সব দলের প্রতিনিধিদের মণিপুরে যেতে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। বিরোধীদের আশ্বস্ত করে সরকার জানিয়েছে, সহযোগিতার মাধ্যমেই মণিপুরে শান্তি প্রতিস্থাপনে পদক্ষেপ করা হবে।