travel

Bhutan Trip: পায়ে হেঁটে ভুটান পরিক্রমা! বৌদ্ধ ভিক্ষুদের পথ খুলছে পর্যটকদের জন্য

এই পরিকল্পনায় পর্যটকরা হেঁটে কিংবা দু’চাকায় প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫০
Share:

চলতি বছরের এপ্রিলে খুলে যাচ্ছে এই পথ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ৬০ বছর পর ভুটানে ফের চালু হতে চলেছে ট্রান্স ভুটান পরিক্রমা। এই পরিকল্পনায় পর্যটকরা হেঁটে কিংবা দু’চাকায় প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কয়েক শত বছরের ইতিহাস ফিরিয়ে আনতেই আগামী এপ্রিল থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা বলে জানিয়েছে ভুটান প্রশাসন। নয়টি জেলার উপর দিয়ে যাওয়া এই দীর্ঘ পথে হিমালয়ের সৌন্দর্য ছাড়াও রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান দর্শনের সুযোগ। রয়েছে, ১৮টি সেতু, একাধিক তীর্থক্ষেত্র ও একটি জাতীয় উদ্যানও। ঐতিহাসিক ভাবে, কয়েকশো বছর ধরে এটি বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের পথ ছিল। এ বার সেই পথেই ভুটান ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

চাইলে দু’চাকার বদলে পায়ে হেঁটেই ঘোরা যেতে পারে এই পথ। যদিও সে ক্ষেত্রে সময় লাগতে পারে এক মাসের বেশি। যাঁরা সংস্কৃতি, আধ্যাত্মিকতা কিংবা ইতিহাসের পিয়াসী, তাঁদের সাহায্য করবেন স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৈরি ভ্রমণকর্মীর দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement