Assam

চা-বাগানের রোমাঞ্চ ও নিখাদ অবসরের টানে চলুন অসমে

আকাশ থেকে অসমকে দেখলে মনে হয় যেন একটা সবুজ হীরে আর তারই মধ্যে এঁকেবেঁকে চলেছেবিশাল ব্রহ্মপুত্র, সদা বহমান। জানা আছে কি এই সবুজ হীরের মধ্যে কী আছে? চা এবং চায়ের মাদকতা, এক অনবদ্য জীবন চা-কে ঘিরে। সেই চা বাগানের জীবনকে জানতে হলে টি ট্রেল-এর শরিক হতেই হবে। পাঁচ দিন চার রাতের এই চা ঘেরা জায়গায় বেড়ানোর আগে পৌঁছতে হবে অসমের রাজধানী শহর গুয়াহাটি।

Advertisement

নীলশ্রী বিশ্বাস

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৯:৫৮
Share:

আড্ডাবাড়ি চা বাগান যেন অপার রহস্যে মোড়া।

চা স্বর্গীয়। আর যা স্বর্গীয় তার ইতিহাস এবং অনুভব, দু’টিতেই গল্প জড়ানো।

Advertisement

চা এসেছিল অনেক আগে! ১৮৪৭ সালের কোনও এক সময়ে চিনের চা পাতার প্রথম প্রবেশ ভারতের মাটিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজরে চা এবং আফিম, দুইই ছিল প্রয়োজনীয় দ্রব্য, আমদানি-রফতানির অন্যতম সামগ্রী। কিন্তু যা সাহেবদের কাছেও ছিল কল্পনার বাইরে তা হল চায়ের জনপ্রিয়তা, আগামী দিনে চা যে কিংবদন্তিতে পরিণত হবে তা এমনকি, রবার্ট ফরচুন, স্কটিশ হর্টিকালচারিস্ট যিনি চা এনেছিলেন ভারতে, তাঁরও জানা ছিল না।

তখন অহম রাজাদের সময়। সাহেবরা তাঁদের কাছ থেকে চা বাগানের জমি-জায়গা কিনে নেয়। আর তারপর থেকেই অসম ধীরে ধীরে চায়ের সঙ্গে সমার্থক হয়ে উঠল।

Advertisement

চোখজোড়া এই সবুজের মধ্যেই লুকিয়ে অনবদ্য এক জীবন।

আকাশ থেকে অসমকে দেখলে মনে হয় যেন একটা সবুজ হীরে আর তারই মধ্যে এঁকেবেঁকে চলেছেবিশাল ব্রহ্মপুত্র, সদা বহমান। জানা আছে কি এই সবুজ হীরের মধ্যে কী আছে? চা এবং চায়ের মাদকতা, এক অনবদ্য জীবন চা-কে ঘিরে। সেই চা বাগানের জীবনকে জানতে হলে টি ট্রেল-এর শরিক হতেই হবে। পাঁচ দিন চার রাতের এই চা ঘেরা জায়গায় বেড়ানোর আগে পৌঁছতে হবে অসমের রাজধানী শহর গুয়াহাটি। পৌঁছে জিরনো প্রয়োজন তাই নভোটেল গুয়াহাটির আমন্ত্রণে সাড়া দিলাম। শহরের একপ্রান্তে সুন্দর বিজনেস লাক্সারি হোটেল।নানা রকমের চা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক, ওলং, গোলাপ এবং অন্যান্য পেলব চায়ের সওগত, কিন্তু তার মধ্যে টলটলে কাপে অসম চা, অপূর্ব স্বাদ, অসাধারণ ফ্লেভার। নভোটেলের ম্যানেজার কলকাতার বাঙালি রাজর্ষির কথায়: “এই শুরু, এইবারে চায়ে ঘেরা এক ভুবন শুরু।” রাজর্ষির কথায় ছিল এক অদ্ভুত চা-চমকের ইঙ্গিত।

পরের দিন কাকভোরে বেরনো। গন্তব্যের নাম ইস্টার্ন হিমালয়ান আর্কের অন্তর্গত ওয়াইল্ড মহাশির হেরিটেজ রিসর্টে। অনন্ত সবুজে ভরা বালিপারা ডিভিশন আড্ডাবাড়ি চা বাগানের মধ্যে ১৮৬৪-তে তৈরি অনিন্দ্য সুন্দর এক প্ল্যানটার’স বাংলো, যা বর্তমানে হেরিটেজ রিসর্ট। স্বনামধন্য রহস্য-রোমাঞ্চ লেখক জটায়ুর মতোই আমারও মনে হচ্ছিল,‘থ্রিলিং ব্যাপার মশাই! গুয়াহাটি থেকেপ্রায় ৫ ঘণ্টার লম্বা রাস্তা, তাই তেজপুর থেকে পৌঁছনো অনেক সহজ আর সময়ও বাঁচে।

আরও পড়ুন: ইতিহাসের ঘ্রাণ পেতে মোগলমারি আর কুরুম্বীরা ফোর্ট

নৈসর্গিক দু’ধার, কখনও গ্রাম, কখনও জঙ্গলের মধ্যদিয়ে জাতীয় সড়ক ২৭। অবশেষে যখন আড্ডাবাড়িতে পৌঁছলাম তখন দুপুর ২টো। ২২ একর জমিতে চারটি হেরিটেজ বাংলো নিয়ে ওয়াইল্ড মহাশির। ঝকঝকে নীল আকাশ, চা বাগানের মেয়েরা তাঁদের নরম আঙুল দিয়ে দু’টি পাতা একটি কুঁড়ি বেছে চলেছেন। এই জন্য এক শহুরে সভ্যতার বাইরের জগৎ ইন্টারনেট এবং টিভিবিহীন, অনেকটা যে রকম ছুটি ‘অরণ্যের দিনরাত্রি’-র চার যুবক কাটিয়েছিলেন। চায়ের প্রকারের অনুকরণে চারটি বাংলোর নামকরণ। মূল বাংলো বড়সাহেবের বাংলো, যাতে এক সময় ব্রিটিশ প্ল্যান্টারের বাস ছিল, ভিক্টোরিয়ান আর্কিটেকচারের এক দারুণ উদাহরণ। ছাদ, ঢালু ছাদ, পিলার, বড় সাহেবি জানালা, মনে হয় যেন হ্যাট এবং খাকি হাফ প্যান্ট পরা কোনও সাহেব বেরিয়ে আসবে এক্ষুনি। বাকি তিনটি বাংলোর নাম গোল্ডেন টিপস, ফার্স্ট ফ্লাশ আর সিলভার টিপস। চতুর্থটি হল অ্যামবরসিয়া।

১৮৬৪-তে তৈরি এই প্ল্যানটার'স বাংলো বর্তমানে হেরিটেজ রিসর্ট।

ফার্স্ট ফ্লাশ হল একান্ত ডাইনিং বা খানাপিনার বাংলো, যাতে বারের আলাদা ব্যবস্থা আছে। শৌখিন পর্যটকদের কথা মনে রেখেই ব্যবস্থা। সব ক’টি হেরিটেজ রিসর্ট, আর বলাই বাহুল্য যে এই বাংলোগুলিতে থাকার অভিজ্ঞতা আপনাকে যেন নিয়ে যাবে উনবিংশ শতাব্দীতে, যখন জীবনযাত্রা ছিল নিতান্তই স্থির। আজ যা নতুন করে প্রচার করা হচ্ছে, স্লো ট্র্যাভেল আর ডিটক্সটা উনবিংশ শতাব্দীর দৈনন্দিন ছন্দ ছিল। আর ওয়াইল্ড মহাসিরে চার দিন থাকার মানেই হল এই প্রশান্তির আবাহন।

আমার নির্দিষ্ট বাংলো ছিল, গোল্ডেন টিপস। গোল্ডেন টিপস মানে চায়ের কুণ্ডি, প্রতি মরসুমে সবচেয়ে আগে যা চা তৈরি হয় এই কুণ্ডি থেকে। যে কুণ্ডি তোলার জন্য মেয়েরা তাদের আঙুল রাখে কলির মতো। ব্রিটিশ জমানার এই বিশালবাংলোর আমেজ আলাদা। বিকেলে চা গাছের কাঠের তৈরি ট্রে-তে চা এল। দীর্ঘক্ষণ ধরে একটু একটু করে চা পান, সঙ্গে শুধু শ্যাম্পেনের তুলনাই চলে। বিকেলবেলায় সূর্যের পড়ন্ত আলোয় হাঁটতে বেরোলাম চা বাগানের মধ্য দিয়ে, নিঃশব্দের হাত ধরে।

চা বাগানের মধ্যে ছুটি কাটানোর মানে বাগানের সঙ্গে পরিচিতি আর অবশ্যই তাতে চা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত জানা। কৌতূহল অনেক, কেমন করে চা গাছের পাতা থেকে অপূর্ব চা কাপে এসে পৌঁছয়। এই গল্পে এক মহা চুরির গল্প লুকিয়ে আছে, তা চায়ের সঙ্গে এক অনাবিল আড্ডায় চা বাগানের ম্যানেজার অনুপ সেই গল্প শোনান উৎসুক পর্যটকদের।

ব্যস্ত জীবন থেকে দূরে দু'দণ্ডের অবকাশ।

গল্পটা অনেকটা এই রকম। ১৮৪৩ সালে স্কটিশ হর্টিকালচারিস্ট রবার্ট ফরচুন চোরাগোপ্তা পথে উত্তর চিনের সাংহাই এবং হান্‌জো জেলায় বহুমাস ঘুরে বেড়ান চৈনিক সেজে। পর্যবেক্ষণ করেন ২০০০ বছরের পুরনো চায়ের শিল্প। অবশেষে ১৩০০ চারা আর ১০০০ বীজ নিয়ে স্কট গুপ্তচরের কায়দায় ভারতে ফিরে আসেন। আর অসমে এবং দার্জিলিংয়ে শুরু হয় চা পাতার চাষ।মহাচুরি যাকে বলে, কিন্তু সেই চুরি না হলে দেশের মাটিতে চায়ের ফলন হত না। ১৮৪৭-এ এরপর শুরু হল রমরমিয়ে ব্যবসা আর চা হয়ে গেল ভারতীয় তথা বাঙালি জীবনের অঙ্গ।

আড্ডাবাড়িতে বসে বিভিন্ন স্বাদের চা মন কেড়ে নেয়।

পুরো আধাদিন চায়ের আত্মজীবনীকে নিরীক্ষণ, পাতা তোলা আর তারপরে ধাপে ধাপে প্রসেসিং আর শেষবেলায় টি টেস্টিং। চা-কে স্বাদকোরকে ফেলে চেখে দেখা, সে এক দারুণ ব্যাপার!ফার্স্ট ফ্লাশ বাংলো-চা-বারে চলছিল এই অভিযান যেখানে সারা দুনিয়ার ৫৭ রকমের চা পাতা দেখার অভিজ্ঞতা হল।

এই দুনিয়ার একটি দিক হল চা-বাগানের বিরাট এলাকায় ছোট্ট একটা অংশ জুড়ে অরগানিক সব্জি ফলানো। খাদ্যবিলাসী পর্যটকদের জন্য আছে ওই সমস্ত তাজা সব্জি দিয়েঅ্যাংলো-ইন্ডিয়ান রেসিপি শেখার সুযোগ। এক জাপানি দম্পতি তো প্রতিদিন হাতে করে সব্জি তুলে আনেন অরগ্যানিক ফার্ম থেকে, তারপর বাংলোর রান্নাঘরে ব্রিটিশ আমলের রেসিপি শেখা।

আরও পড়ুন:দেবীপুর-আমাদপুর-কালনা ও অম্বিকা কালনা-পূর্বস্থলী-আঁটপুর

একটিবারের জন্যও টিভি বা ইন্টারনেটের প্রয়োজন হয়নি, অবসরের চারটি দিন অনায়াসে কেটেছিল। শহুরে সভ্যতার বাইরে এই অভিনব ঐতিহ্যপূর্ণ হেরিটেজ স্টে আর চায়ের যাত্রায় মন ভাল করা অ্যাক্টিভিটিজের অভাব নেই।

শুধু দু'টি পাতা একটি কুঁড়িই নয়, মন কাড়ে রঙিন ফুলের দল।

চতুর্থ দিনে প্রকৃতির সঙ্গে জড়ানো এই অভিজ্ঞতায় একটি নতুন উপকরণ জুড়ল। জাপানি ফরেস্ট বাথিং বা ‘শিরিন ইোকো’, বা সহজে বলা যায় প্রকৃতি স্নান। আশির দশকে জাপানে উদ্ভূত এই হিলিং হেলথকেয়ার। জঙ্গলে বা প্রাকৃতিক সবুজে সময় কাটানোর যে স্বাস্থ্যকর উপায় আছে তা জাপান এবং বিশ্বে পরীক্ষিত। বলা হয়,জঙ্গলে স্নানে রক্তচাপ আর স্ট্রেস দুইই কমে। সবচেয়ে স্নিগ্ধ অনুভব ছিল তা হল এক অপূর্ব শান্তি। চারটি দিন কেটে গেল পলক ফেলতে না ফেলতেই। এই প্রথম এক চা-কেন্দ্রিক মদির জগতে বেড়ানো।

তবে এখনও একটু বাকি! ১৮০ কিলোমিটার পার হয়ে আবার নভোটেল, গুয়াহাটিতে ফেরা।অতুলনীয় চমক ছিল লুকিয়ে রাখা এইখানে। শেষ সন্ধ্যার খাবার টেবিলে হল চমক প্রকাশ— একটা ৫ কোর্সের মিলই চা দিয়ে তৈরি! এগজিকিউটিভ শেফ সুজিত চক্রবর্তীর নিজের হাতে করা এক বিশেষ প্ল্যাটার যাতে চা হল সবচেয়ে জরুরি উপকরণ। চা দিয়ে তৈরি সব্জি, মাছ, মাংস, এমনকি মিষ্টিও!

আরও এক বার জটায়ুকে মনে করতেই হল,‘থ্রিলিং ব্যাপার মশাই!’

কী ভাবে যাবেন

কলকাতা থেকে ট্রেনে বা প্লেনে গুয়াহাটি।

কোথায় থাকবেন

নভোটেল গুয়াহাটি ছাড়াও নানা মানের হোটেলে আছে।

ওয়াইল্ড মহাশির: গাড়িতে গুয়াহাটি বা তেজপুর থেকেও যাওয়া যায়।

নভোটেলের যোগাযোগ ঠিকানা

জিএস রোড, দিসপুর,ডাউনটাউন, গুয়াহাটি, অসম ৭৮১০০৬, ভারত

ফোন- -০৩৬১-৭১০-৪৪৪৪

ওয়েবসাইট:accorhotels.com

ওয়াইল্ড মহাশিরের ঠিকানা: বালিপারা ডিভিশন,আড্ডাবাড়ি টি এস্টেট, পি.ও লোকরা, শোণিতপুর, বালিপারা, অসম-৭৮৪১০১

ওয়েবসাইট: https://wildmahseer.com/booking

টেলিফোন: +৯১ ২২ ৬৭ ০৬০৮৬১ (সোম থেকে শুক্রবার সকাল ৮ থেকে রাত ৮টা)

ছবি: ইরফান নবি

( লেখক পরিচিতি: নীলশ্রী বিশ্বাস চলচ্চিত্র পরিচালক ও লেখক)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement