কখনও কখনও গন্তব্যে পৌঁছিয়ে কেবল মালপত্র নিয়ে বেরোতেই ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যায়। ছবি: সংগৃহীত
হাতে দিন সাতেকের ছুটি নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন? সময় বাঁচাতে ট্রেন নয়, বিমানের টিকিটই কেটেছেন! বিমানে যাতায়াত করার সুবিধা অনেক। এতে যেমন সময় বাঁচে তেমনই যাত্রাও হয় অনেকবেশি আরামদায়ক!
তবে বিমানে যাত্রা করার সময় অনেকেরই একটা জিনিস নিয়ে বেশ ভোগান্তি হয়। সেটা হল মালপত্র বা স্যুটকেসের জন্য দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয়। কখনও কখনও গন্তব্যে পৌঁছিয়ে কেবল মালপত্র নিয়ে বেরোতেই ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যায়। ছুটির আমেজে এই দীর্ঘ ক্ষণের অপেক্ষা আপনার মেজাজটাই যেন বিগড়ে দেয়। তবে একটু বুদ্ধি খরচ করলেই আপনার এই ভোগান্তির অবসান হতে পারে। ভাবছেন কী ভাবে?
প্রতীকী ছবি
আপনি যখন বিমানবন্দরে স্যুটকেস বা মালপত্র চেক-ইন করবেন তখন বিমানবন্দরের কর্মীদের বলুন আপনার লাগেজে ‘ফ্র্যাজাইল স্টিকার’ লাগিয়ে দিতে। এই বিশেষ ধরনের স্টিকার সাধারণত মালপত্রে লাগানো হয় যদি যাত্রীর স্যুটকেসে কোনও ভঙ্গুর জিনিসপত্র থাকে। এই স্টিকার লাগানো থাকলে আপনার স্যুটকেসের প্রতি বিমানবন্দরের কর্মীরা বিশেষ যত্নশীল থাকতে বাধ্য। সাধারণত এই ধরণের লাগেজ সবার শেষে কার্গোতে তোলা হয়। তাই লাগেজ বার করার সময়ে সেই স্যুটকেসগুলিই আগে বার করার সম্ভাবনা বেশি থাকে।
সুতরাং বুঝে গেলেন কী করতে হবে। এই পন্থা মেনে চললেই আপনি কিন্তু আপনার অনেকটা সময় বাঁচতে পারেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।