হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের। দেশ-বিদেশে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিতে তাঁর অবদান অনস্বীকার্য। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে পরিচিতির পাশাপাশি চিত্রশিল্পী ও অভিনেতা হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি রবীন্দ্র নৃত্যনাট্যের প্রচলন করেন। অভিনয় করেছেন বহু বাংলা ছবিতে। তিনি বহু বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। ১৯৭৪ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।