Viral Video

পেল্লায় চেহারার অজগরের সঙ্গে নির্ভয়ে খেলছে শিশু, এমনও হয়! প্রকাশ্যে সেই ভিডিয়ো

ইয়া বড় একটি অজগরকে দেখেই তার কাছে চলে যায় শিশুটি। তার পর ছুটে গিয়ে অজগরের মুখ হাত দিয়ে ধরল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৫:৪৫
Share:

সপের সঙ্গে খেলছে শিশু। ছবি টুইটার।

কী দুঃসাহস! সাপের সঙ্গে কিনা খেলা! তা-ও যে সে সাপ নয়, অজগর। পেল্লায় চেহারার অজগরকেই খেলার সঙ্গী বানিয়ে ফেলল একটি শিশু। অজগরকে ধরে সে কী টানাটানি! অজগরকে নিয়ে কোনও ভয়ই নেই তার। অজগরের সঙ্গে শিশুটিকে খেলতে দেখে আঁতকে উঠেছেন অনেকে।

Advertisement

ইয়া বড় একটি অজগরকে দেখেই তার কাছে চলে যায় শিশুটি। তার পর ছুটে গিয়ে অজগরের মুখ হাত দিয়ে ধরল সে। সাপের মুখটি ধরে বেশ কয়েক বার টানাটানি করল। একটা সময় দেখা গেল অজগরটি শিশুটিকে পেঁচিয়ে ধরেছে। এতেও তার কোনও চোখেমুখে ভয় নেই।

অজগর যে কী, সে নিয়ে শিশুটির বোধই তৈরি হয়নি। তাই বেশ কিছু ক্ষণ ধরে সে অজগরের সঙ্গে এ ভাবেই খেলল। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োটি দেখে অনেকেই আঁতকে উঠেছেন। কী ভাবে সকলের নজর এড়িয়ে অজগরের সঙ্গে শিশুটি খেলল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আবার কেউ কেউ শিশুটির বাবা-মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement