Viral Video

সিংহীকে কাছে পেয়ে ভালবাসায় ভরাল সিংহ, প্রকাশ্যে এল সেই আদুরে মুহূর্ত

একান্তে বসে সময় কাটাচ্ছিল একটি সিংহী এবং সিংহ। সেই সময়ই তাদের ভালবাসার মুহূর্ত ধরা পড়ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৬:২২
Share:

সিংহের ভিডিয়োটি দেখে মজেছেন অনেকেই। ছবি টুইটার।

কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে কে না চায় বলুন! প্রিয়জন পাশে থাকলে মনের জোরও দ্বিগুণ হয়। প্রিয়জনকে আলিঙ্গন করার মাধ্যমে বা তাকে একটু ছুঁয়ে ভাসবাসার বহিঃপ্রকাশও নতুন কিছু নয়। তবে এমন সুন্দর অনুভূতি যে জন্তুদের মধ্যেও রয়েছে, তা দেখিয়ে দিল একটি সিংহ এবং সিংহী।

Advertisement

পা মুড়ে দু’জনে বসে রয়েছে তারা। পাশাপাশি বসে একান্তে সময় কাটাচ্ছে। যাকে বলে, একেবারে জুটিতে দু’টিতে। সেই সময়ই হাই তুলল পশুরাজ। দেখে মনে হবে, যেন তন্দ্রাচ্ছন্ন সিংহ। পাশে তখন বসে তার সঙ্গী। আর এর পরই সেই আদুরে মুহূর্ত ধরা পড়ল।

Advertisement

আড় ভাঙার পরই সিংহীর মাথায় নিজের মাথা স্পর্শ করল পশুরাজ। দু’বার এমনটা করল সে। যেন সঙ্গীকে পশুরাজ বলছে, তোমায় বড্ড ভালবাসি। সিংহের এ হেন ভালবাসার মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে মজেছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement