বিজয় হাজারে ট্রফিতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্যই বাংলা দলকে ডুবতে হয়েছে— নির্বাচকদের সামনে কোচ-ক্যাপ্টেন স্বীকার করে নিলেন। তবু সেই মিডল অর্ডার ব্যাটিং বিভাগেই ভরসা রাখা হল আসন্ন জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফির জন্য।
তরুণ মুখ খুঁজতে মাঠে নেমেছিলেন ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। তবে তাঁর সেই এক দিনের ময়দান সফর থেকে স্বাভাবিক ভাবেই বাংলা দলে তুলে আনা যায়নি কোনও নতুন মুখ। রবিবার দুপুরে বাংলার নির্বাচকদের দল বাছাই বৈঠকের নির্যাস বলতে এটুকুই।
রাজকোটে কয়েক দিন আগে যে দলের ভরাডুবি হল, সেই দলেই আস্থা রেখে নতুন নির্বাচক প্রধান দেবাঙ্গ গাঁধী বললেন, ‘‘কোন মিডল অর্ডারে বদল আনার কথা বলছেন? মনোজ, ঋদ্ধি, লক্ষ্মীদের বসিয়ে দেব?’’ তাঁর মতে, ‘‘ওরা বলছে ঠিকই যে মিডল অর্ডারের দোষে বিজয় হাজারেতে খারাপ ফল হয়েছে। কিন্তু ওদের বাদ দিয়ে কাদের নেব?’’ কোচ সাইরাজ বাহুতুলেও বেশ অবাক হয়ে বললেন, ‘‘একটা টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্স হয়েছে বলে দলে বড় পরিবর্তন করতে হবে! আমার মনে হয় না এটা ঠিক।’’
বিজয় হাজারের দলের সঙ্গে জুড়ে দেওয়া হল প্রমোদ চান্ডিলাকে। জেসি মুখোপাধ্যায় ট্রফিতে ঝোড়ো ইনিংসের পুরস্কার। সঙ্গে অনুরাগ তিওয়ারি ও অলোকপ্রতাপ সিংহ। মহম্মদ শামিকে প্রথম দুটো ম্যাচের পর ভারতীয় দলে যোগ দিতে হবে বলে ব্যাক-আপ হিসেবে অলোক। কণিষ্ক শেঠ-সহ কয়েকজনকে নিয়ে আলোচনা হলেও তাঁদের এখনই চরম পরীক্ষার মুখে ফেলে দেওয়ার পক্ষে নন নির্বাচকরা। ‘‘আরও কয়েকজনকে নিয়ে আমরা একটা পুল করছি। ওই পুলে যারা থাকবে, তাদের উপর নিয়মিত নজর রাখব,’’ বলছেন দেবাঙ্গ।
১৬ জনের দল: মনোজ, শ্রীবৎস, সায়নশেখর, সুদীপ, ঋদ্ধিমান, লক্ষ্মীরতন, পঙ্কজ, চাণ্ডিলা, দেবব্রত, দিন্দা, শামি, প্রজ্ঞান, গনি, মুকেশ, অলোক, অনুরাগ।
বাংলার ম্যাচ: ২ জানুয়ারি (হায়দরাবাদ), ৩ (তামিলনাড়ু), ৪ (হিমাচল), ৬ (গুজরাত), ৭ (বিদর্ভ) ও ৯ (হরিয়ানা)।