ছবি: উৎপল সরকার
সিএবি-র অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ ট্রফি জেতার জন্য মঙ্গলবার সংবর্ধিত হল মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির খুদে ক্রিকেটাররা। এ দিন ঘোষণা করা হল, রাজ্য থেকে দুঃস্থ, প্রতিশ্রুতিমান এগারো জন ক্রিকেটারকে (অনূর্ধ্ব ১৭) বেছে নিয়ে তাদের খেলা, খাওয়া-দাওয়া, শিক্ষার যাবতীয় দায়িত্ব নেবে অ্যাকাডেমি। অনুষ্ঠানে সম্বরণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি এবং রেস্তোরাঁ চেনের প্রতিষ্ঠাতা সস্ত্রীক অঞ্জন চট্টোপাধ্যায়।