রোহিত কেন বাইরে প্রশ্ন তুললেন স্টিভ

লর্ডস টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং-ভরাডুবির মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির পাঁচ বোলার খেলানোর নীতির জোরদার সমালোচনা করলেন স্টিভ ওয়। এ ক্ষেত্রে প্রথম টেস্টের মতো লর্ডসের দ্বিতীয় টেস্টেও একই দল না নামিয়ে ভারত রোহিত শর্মাকে প্রথম একাদশে রাখতেই পারত বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক।

Advertisement

চেতন নারুলা

লন্ডন শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০৩:০৯
Share:

লর্ডস টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং-ভরাডুবির মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির পাঁচ বোলার খেলানোর নীতির জোরদার সমালোচনা করলেন স্টিভ ওয়। এ ক্ষেত্রে প্রথম টেস্টের মতো লর্ডসের দ্বিতীয় টেস্টেও একই দল না নামিয়ে ভারত রোহিত শর্মাকে প্রথম একাদশে রাখতেই পারত বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক।

Advertisement

স্টিভের কথায়, “দলে এক জন দক্ষ অলরাউন্ডার থাকলে পাঁচ বোলার নিয়ে নামার কথা ভাবতেই পারে অধিনায়ক। কিন্তু তা বলে প্রথম সারির এক জন ব্যাটসম্যানকে বসিয়ে রেখে পাঁচ বোলার নিয়ে নামার কোনও যৌক্তিকতা নেই।” এখানেই না থেমে স্টিভ আরও বলেন, “ধোনির দলে রোহিত শর্মা ভাল ব্যাটসম্যান। বিগত কয়েক মাসে ও ফর্মেই ছিল। সাত ব্যাটসম্যান নিয়ে নামলে ওকে দলে রাখাই যেত। কারণ ইংল্যান্ডে টানা দু’টেস্ট মাঠের বাইরে বসে থাকার মতো ব্যাটসম্যান রোহিত নয়।” একই সঙ্গে কোহলি এবং পূজারার প্রশংসা করে স্টিভ বলেন, “কোহলি এবং পূজারা দু’জনেই ভাল ব্যাটসম্যান। এই সফর ওদের আরও পরিণত করবে।”

তবে ভারতীয় বোলারদের ছেড়ে কথা বলেননি বিশ্বকাপ জয়ী এই অজি অধিনায়ক। বলেন, “ভারতকে দ্রুত ভাল বোলার খুঁজে বের করতে হবে। প্রথম টেস্টে ভুবনেশ্বর কুমার ভাল বল করল। কিন্তু ওর সতীর্থরা ওকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না।” এর সঙ্গেই ভারতীয় বোলিং নিয়ে স্টিভের আগাম সতর্কবার্তা, “এই রকম বোলিং লাইন আপ নিয়ে এগোলে কিন্তু ভারতের সমস্যা বাড়বে। বিশেষ করে বছরের শেষের দিকে ধোনির দল যখন অস্ট্রেলিয়া সফরে আসবে তখন কাজটা বেশ কঠিন হবে ধোনির দলের।”

Advertisement

সঙ্গে তিনি এটাও বলেন, “ভারতের বেশ কয়েক জন দুর্দান্ত ব্যাটসম্যান থাকলেও অস্ট্রেলিয়ায় ওদের পক্ষেও কাজটা সহজ হবে না। কারণ আমাদের দলে বেশ কয়েক জন ভাল ফাস্ট বোলার রয়েছে। সেই মিচেল জনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল, প্যাট কামিন্সরা কিন্তু ভারতের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement