ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তপ্ত শহরে জল ঢেলে দিতে পারে প্রকৃতি!
শুক্রবার গোটা দিন চড়া রোদ থাকলেও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ জানান, মধ্য ভারতের উপর শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণবঙ্গের দিকে সরে আসতে পারে। তার প্রভাবে তৈরি বজ্রগর্ভ মেঘ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।
চলতি সপ্তাহেই উত্তর শহরতলি এবং উত্তর ২৪ পরগনার একাংশে ভোরবেলা ঝড়বৃষ্টি হয়েছিল। আজও তেমন ঝড়বৃষ্টি হবে কি? এ ব্যাপারে অবশ্য নিশ্চিত পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। তাদের এক বিজ্ঞানীর ব্যাখ্যা, এই ধরনের মেঘ দুপুরের পর থেকে অল্প সময়ের মধ্যে তৈরি হয়। মেঘ কতটা বড় হচ্ছে তার উপরেই ঝড়বৃষ্টির পরিমাণ নির্ভর করে। তাই এক দিন আগে এই ধরনের ঝড়বৃষ্টির পরিমাণ নিয়ে পূর্বাভাস দেওয়া যায় না।
গত অক্টোবরে আচমকা বৃষ্টিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছিল। শনিবার সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচে তার পুনরাবৃত্তি হবে কি না, সেই আশঙ্কাও ঘোরাফেরা করছে শহরে। সিএবি অবশ্য ওই ঘটনার পরে নতুন করে মাঠের নিকাশি ব্যবস্থা সাজিয়েছে। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের দাবি, বর্তমান ব্যবস্থায় বৃষ্টি থামার ৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া যাবে। ব্রিটেন থেকে ৬৫ লক্ষ টাকা খরচ করে যে পিচ কভার এসেছে, তার উপর ওজন চাপা দিয়ে দেওয়া হবে। ঝড় হলেও কভার উড়বে না। সব মিলিয়ে বৃষ্টির বাউন্সার সামলাতে তৈরি সিএবি।