টুকরো খবর

জে সি মুখোপাধ্যায় ট্রফির সেমিফাইনালে জিতে ইস্টবেঙ্গলের পঞ্চমুকুট জয়ের স্বপ্ন চুরমার করে দিল কালীঘাট ক্লাব। শুক্রবার ইডেনে মনোজ তিওয়ারিরা ছ’রানে হারাল চলতি ক্রিকেট মরসুমে চতুর্মুকুটজয়ী ইস্টবেঙ্গলকে। এ দিন প্রথমে ব্যাট করে কালীঘাট কুড়ি ওভারে পাঁচ উইকেটে ১৫৬ রান তোলে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০৩:৫০
Share:

ঘরোয়া ক্রিকেটে পঞ্চমুকুট হল না ইস্টবেঙ্গলের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

জে সি মুখোপাধ্যায় ট্রফির সেমিফাইনালে জিতে ইস্টবেঙ্গলের পঞ্চমুকুট জয়ের স্বপ্ন চুরমার করে দিল কালীঘাট ক্লাব। শুক্রবার ইডেনে মনোজ তিওয়ারিরা ছ’রানে হারাল চলতি ক্রিকেট মরসুমে চতুর্মুকুটজয়ী ইস্টবেঙ্গলকে। এ দিন প্রথমে ব্যাট করে কালীঘাট কুড়ি ওভারে পাঁচ উইকেটে ১৫৬ রান তোলে। এর মধ্যে মনোজ তিওয়ারি একাই ৫৪ বলে ৭০ রান করেন। বাংলাদেশে আসন্ন ওয়ান ডে সিরিজে যাওয়ার আগে ভাল প্র্যাকটিস সেরে নিলেন মনোজ। তবে মনোজ ছাড়া দলের অন্যান্য ব্যাটসম্যানরা ভাল রান পাননি। ১৫৭-র টার্গেট নিয়ে পাল্টা ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গলের ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ হন। সবচেয়ে বেশি রান শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের, ৩৫ বলে ৪৯। প্রীতম চক্রবর্তী (২-১৭), রাজকুমার পাল-দের (২-২৮) বলের দাপটে তারা ছ’উইকেট হারিয়ে ১৫০-এর বেশি তুলতে পারেননি। শনিবার অপর সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও টাউন ক্লাব।

Advertisement

আর্মান্দোর সহকারীর পদ ছাড়লেন রঞ্জন

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হঠাৎ-ই ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদ ছেড়ে দিলেন রঞ্জন চৌধুরী। চিঠি লিখে ক্লাবকে জানিয়ে দিলেন, “এ বছর আমার পক্ষে সহকারী কোচ হিসাবে কাজ করা সম্ভব নয়।” ট্রেভর মর্গ্যানের সঙ্গে ছিলেন দু’বছর। আর্মান্দো কোলাসোর সঙ্গে গত মরসুমেও কাজ করেছেন। টানা তিন বছর ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসাবে কাজ করার পর এ বারও গোয়ান কোচের সঙ্গে তাঁকে রাখতে চেয়েছিলেন লাল-হলুদ কর্তারা। নামও ঘোষিত হয়েছিল। তা সত্ত্বেও কেন সরে দাঁড়ালেন? ময়দানে নানা গুঞ্জন থাকলেও রঞ্জন কিন্তু শুক্রবার বললেন, “আমার কোচিং কোর্স করতে ইংল্যান্ড যাওয়ার কথা। তাই বড় দলে কোচিং করাব না। তবে কয়েকটি ছোট ক্লাবের প্রস্তাব পেয়েছি। সেখানকার দায়িত্ব নিতে পারি। আর্মান্দোকেও সেটা জানিয়ে দিয়েছি।” শোনা যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামীর কোচ হতে পারেন রঞ্জন। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের প্রাক মরসুম অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ১৮ জুলাই। তা দিন দশেক পিছোতে পারে।

প্রথম জয়ের অপেক্ষায় ভারত

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অন্তত একটা ম্যাচ জেতার জন্য মরিয়া গৌতম ঘোষের এআইএফএফ একাদশ। আজ শনিবার সন্ধ্যায় বারাসতে মালয়েশিয়ার ফ্রেঞ্জ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে অনূর্ধ্ব ১৬ জাতীয় দল। তার আগে ভারতের কোচ গৌতম বললেন, “এ রকম টুর্নামেন্ট থেকে প্রচুর অভিজ্ঞতা হয়। আমার ছেলেরা প্রতিদিন উন্নতি করছে। চেষ্টা চালাচ্ছে জয়ের স্বাদ পেতে।” মালয়েশিয়া দলের কোচ এস বালচন্দ্রনও স্বীকার করলেন, “ভারতীয় দলের ছেলেরা যথেষ্ট প্রতিভাবান। ম্যাচ জমবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement