এ বার হার্ভার্ডে ক্লাস নেবেন ফার্গুসন
সংবাদ সংস্থা • বস্টন
সাফল্যের জন্য তাঁর একদা শিষ্যদের যখন অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা তখন ফের নতুন ভূমিকায় প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এত দিন ওল্ড ট্র্যাফোর্ডের ড্রেসিংরুমে রুনিদের ক্লাস নিয়েছেন। এ বার তিনি ছাত্রদের পড়ানোর জন্য ডাকল হার্র্ভার্ড বিশ্ববিদ্যালয়। যে আহ্বান ফার্গুসন গ্রহণ করেছেন বলেই খবর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন, জনসংযোগ ও ক্রীড়া বিপণন নীতি বিষয়ে লেকচারার পদে এ বার থেকে জুড়তে চলেছে ফার্গুসনের নাম। যেখানে তিনি সিনিয়র এগজিকিউটিভদের ক্লাস নেবেন হাতে-কলমে। নতুন দায়িত্ব পাওয়ার পরেই সাংবাদমাধ্যমের কাছে ফার্গুসনের প্রতিক্রিয়া, “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে পাওয়া এই দায়িত্ব সম্মান বাড়াচ্ছে। আশা রাখি, নিজের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে তাদের উৎকর্ষ বাড়াতে পারব।” কোচিং জীবনে ৪৯ টা ট্রফি জয়ী ফার্গুসনের সাফল্যের জীবনে একটা বড় অংশই জড়িয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে। রুনিদের ক্লাবের সঙ্গে ২৬ বছর জড়িয়ে থেকে তিনি এনে দিয়েছেন ৩৮ টি ট্রফি। যার মধ্যে রয়েছে দু’বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মুহূর্তও। গত বছর মে মাসে ম্যান ইউয়ের দায়িত্ব ছেড়েছেন ফার্গুসন।
সাইনার হার
ফের চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে আটকে গেলেন সাইনা নেহওয়াল। এ বার নিজের দেশেই। নয়াদিল্লিতে ইন্ডিয়ান সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদি তারকা ১৬-২১, ১৪-২১ হারেন ইহান ওয়াংয়ের কাছে। এই নিয়ে বিশ্বের আট নম্বর সাইনা আট বার হারলেন ওয়াংয়ের কাছে। ম্যাচের পর সাইনা বলেন, “ফিটনেস আর নেট প্লে আরও উন্নত করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটা ভুল করাতেই ম্যাচটা হাতছাড়া হল। কমনওয়েলথ আর এশিয়ান গেমসের আগে আমায় এই ভুলগুলো শুধরে নেওয়ার উপর জোর দিতে হবে।”
শ্রীলঙ্কার বোনাস
চ্যাম্পিয়ন হলেই ১০ লক্ষ ডলার বোনাস। শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য ঘোষণা সে দেশের বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে হারানোর পরের দিন শ্রীলঙ্কা বোর্ড জানায়, এর আগে যে অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল তা তিনগুণ করা হবে যদি বাংলাদেশ থেকে টিম খেতাব নিয়ে ফেরে। গত বছর শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে হেরে গিয়েছিল। তা এ বার টি টোয়েন্টি বিশ্বকাপে ‘চোকার্স’ বদনাম ঘোচাতে মরিয়া কুমার সঙ্গকারারা।
গম্ভীরের ৭৫
ফের ছন্দে বীরু-গোতি জুটি। মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগ আর গৌতম গম্ভীরের দুরন্ত ব্যাটিং জেতাল দিল্লিকে। গম্ভীর ৫৩ বলে ৭৫ রান করেন। সহবাগ ৫০ বলে ৪৯। দু’জনের ১২১ রানের পার্টনারশিপের জোরে ৯ উইকেটে জেতে দিল্লি। ইশান্ত শর্মার (৪-৯) দাপটে প্রথমে ব্যাট করতে নেমে ১৪০-৭ থেমে যায় হরিয়ানা। জবাবে গম্ভীররা ১৭.৩ ওভারেই ১৪২-১ তুলে জিতে যান। এই জয়ের পর উত্তরাঞ্চল থেকে চার ম্যাচে চারটিতেই জিতে গ্রুপ শীর্ষে এখন গম্ভীররাই।
সচিনের টিমে ব্রেট লি
লর্ডস স্টেডিয়ামের দুশো বছর পূর্তিতে আয়োজিত ম্যাচে খেলবেন ব্রেট লি, কেভিন পিটারসেন আর মুথাইয়া মুরলীধরনও। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে মেলবোর্ন ক্রিকেট ক্লাব একাদশের টিমে খেলবেন লি। আর এক অস্ট্রেলীয়, কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন নেতৃত্ব দেবেন অবশিষ্ট একাদশের। তাঁর দলে খেলবেন পিটারসেন ও মুরলীধরন। ম্যাচ হবে ৫ জুলাই। তিন প্রাক্তন ক্রিকেটারই জানিয়েছেন, এই উৎসবে যোগ দেওয়ার সুযোগ পেয়ে খুশি। লর্ডসে নামার তর সইছে না।
অন্য খেলায়
শ্যামনগর গুরদহ কল্যাণ সংঘের পরিচালনায় আন্ত: জেলা মেয়েদের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হল শুক্রবার। চলবে রবিবার পর্যন্ত।