Yuzvendra Chahal

করোনার থাবায় একের পর এক খেলোয়াড়ের পরিবার, এ বার নতুন শিকার

মায়ের চিকিৎসা বাড়িতে হলেও কিছু উপসর্গ থাকায় বাবাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৬:১৫
Share:

ছবি প্রতীকী ফাইল চিত্র

করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চহালের বাবা ও মা। মায়ের চিকিৎসা বাড়িতে হলেও কিছু উপসর্গ থাকায় চহালের বাবাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। নেটমাধ্যমে এই কথা জানিয়েছেন চহালের স্ত্রী ধনশ্রী ভর্মা।

Advertisement

তিনি লেখেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি দুজনেরই করোনার উপসর্গ ছিল। রিপোর্ট পজিটিভ। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভয়াবহ অবস্থা দেখলাম। আমরা সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। তাও আক্রান্ত হতে হল ওঁদের। সকলে বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন ও পরিবারের যত্ন নিন’।

এপ্রিল এবং মে মাসটাও কঠিন ছিল ভারতের স্পিনার চহাল ও তাঁর স্ত্রীর কাছে। সেই সময় আইইপিএল-এর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন চহাল ও ধনশ্রী। তাঁর মধ্যেই আক্রান্ত হন ধনশ্রীর মা ও ভাই। সেই সময়ের অসহায়তার কথাও লেখেন চহালের স্ত্রী। তবে তাঁরা এখন করোনামুক্ত এবং সুস্থ।

Advertisement

চহালের বাবা-মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন চহালের অনুরাগীরা।

ধনশ্রী ভর্মার পোস্ট ছবি- ইন্সটাগ্রাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement