BEL Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ, নিয়োগ কোন কোন পদে?

ডেপুটি ম্যানেজার এবং সিনিয়র সেফটি অফিসার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ৬০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৫০,০০০-১,৫০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৫
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। সংগৃহীত ছবি।

কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় নির্ধারিত সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় ডেপুটি ম্যানেজার এবং সিনিয়র সেফটি অফিসার পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। উভয় পদে নিযুক্তদের পাঁচ বছরের জন্য সংস্থায় নিয়োগ করা হবে।

ডেপুটি ম্যানেজার এবং সিনিয়র সেফটি অফিসার পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৩৯ এবং ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেপুটি ম্যানেজার এবং সিনিয়র সেফটি অফিসার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ৬০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৫০,০০০-১,৫০,০০০ টাকা।

Advertisement

উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে বিই বা বিটেক-এ ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেফটি-তে ডিগ্রি বা ডিপ্লোমাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৪৭২ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement