—ফাইল চিত্র।
হরভজন সিংহ আগের দিনই বিস্ময় প্রকাশ করেছিলেন ঘরোয়া ক্রিকেটে এত রান করা সত্ত্বেও কেন সূর্য কুমার যাদবকে ভারতের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে সুযোগ দেওয়া হচ্ছে না। প্রাক্তন সতীর্থের টুইটের জবাবে ফের ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে তোপ দাগলেন যুবরাজ সিংহ। তাঁর টুইট, ‘‘বন্ধু তোমায় তো বলেইছিলাম, ওদের টপ অর্ডার এতটাই শক্তিশালী, চার নম্বর ব্যাটসম্যানের প্রয়োজনই নেই।’’
কয়েক দিন আগেই যুবরাজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ইয়ো-ইয়ো পরীক্ষা, যা দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক, তা পাশ করার পরেও তাঁকে ভারতীয় দলে নেওয়া হয়নি। ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর যুবরাজকে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে বাদ দেওয়া হয়েছিল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রাক্তন ভারতীয় খেলোয়াড়ের। শেষ পর্যন্ত, চলতি বছরে যুবরাজ অবসর ঘোষণা করেন।