cricket

ছোট্ট শাহিদের স্পনসর খুঁজে দিলেন সম্বরণ

বেহালার মুচিপাড়া এলাকায় থাকে শাহিদ। আর্থিক টানাপড়েন লেগেই থাকে সংসারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ২০:২৮
Share:

ছোট্ট শেখ শাহিদ। নিজস্ব চিত্র।

স্পনসর পেল ছোট্ট শেখ শাহিদ। তিন বছর দু’মাস বয়সের এই বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়।

Advertisement

বেহালার মুচিপাড়া এলাকায় থাকে শাহিদ। আর্থিক টানাপড়েন লেগেই থাকে সংসারে। তাই ছোট্ট শাহিদের ক্রিকেট স্বপ্ন বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছে প্রখ্যাত একটি অলঙ্কার বিপণি। ব্যবস্থা করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তাঁর অ্যাকাডেমিতে এসেছিল শাহিদ। সেখানে খুদে প্রতিভার ব্যাটিংয়ে চমৎকৃত হন সম্বরণ। তাঁর কথায়, ‘‘বয়স অনুসারে অবিশ্বাস্য প্রতিভা। ভাবা যায় না! আমরা খুব আশাবাদী ওর প্রতিভা নিয়ে। তবে খুব গরিব ঘরের বাচ্চা। বাবা সেলুনে কাজ করে। তাই ওর দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ওই অলঙ্কার বিপণি আমার চেনা। ওরাই শাহিদের পুরো দায়িত্ব নিল।’’

Advertisement

আরও পড়ুন-ফুটবলের ১১তম বিশ্বকাপ আর দেখা হল না পান্নালালের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement