Cricket

‘আমার ছেলের কেরিয়ার তো প্রায় শেষ করে দিলে’

২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে তর্কাতর্কি হয় যুবরাজের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৭:১৯
Share:

টি টোয়েন্টি বিশ্বকাপে নজির গড়েছিলেন যুবরাজ। —ফাইল চিত্র।

অ্যান্ড্রু ফ্লিনটফ তাতিয়ে দিয়েছিলেন। তার পরে স্টুয়ার্ট ব্রডকে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। তার পরের দিন ব্রডের বাবা ক্রিস পঞ্জাবতনয়কে বলেন, ‘‘তুমি তো আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিলে।’’

Advertisement

তার কারণ ব্যাখ্যা করেছেন যুবরাজ। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচের কয়েকদিন আগে দিমিত্রি মাসকারেনহাসকে পাঁচটা ছক্কা মেরেছিলেন তিনি। যুবি বলছেন, ‘‘ব্রডের ওভারে ছ’টি ছক্কা মেরেই আমি প্রথমে তাকাই ফ্রেডির দিকে। তার পরে মাসকারেনহাসের দিকে তাকাই। আমার দিকে তাকিয়ে মাসকারেনহাস হাসছিল।’’

আরও পড়ুন: ধোনিকে জাতীয় দলে দেখছেন না ভারতের বিশ্বকাপজয়ী পেসারও

Advertisement

ম্যাচের পর দিন যুবির সঙ্গে কথা হয় ম্যাচ রেফারি ক্রিস ব্রডের। তিনি যুবরাজকে বলেন, ‘‘তুমি তো আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিলে। তোমাকে এই জার্সিটায় আমার জন্য সই করে দিতে হবে। আমি ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে লিখে দিই, অল দ্য বেস্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement