রিওতে সোনা জিততে চান যোগেশ্বর দত্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আপ্লুত লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। সোমবার আনন্দবাজারকে যোগেশ্বর বললেন, ‘‘আজ প্রধানমন্ত্রী আমার পিঠ চাপড়ে ও হাত মিলিয়ে যখন রিও অলিম্পিক থেকে পদক আনার জন্য উৎসাহ দিলেন।

Advertisement

স্বপন সরকার

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ২০:২৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আপ্লুত লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। সোমবার আনন্দবাজারকে যোগেশ্বর বললেন, ‘‘আজ প্রধানমন্ত্রী আমার পিঠ চাপড়ে ও হাত মিলিয়ে যখন রিও অলিম্পিক থেকে পদক আনার জন্য উৎসাহ দিলেন। তখন থেকেই আমার দায়িত্ব ও মনোবল দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীকে আমি কথা দিয়েছি, এটাই আমার শেষ অলিম্পিক। আমার সেরাটা দিয়ে রিও থেকে সোনা আনার চেষ্টা করব।’’

Advertisement

সুশীল কুমার রিওতে নেই। তাই দলনেতা হিসাবে গুরুদায়িত্ব পড়েছে যোগেশ্বরেরই কাঁধে। তিনি বললেন, ‘‘এখন শুধু আমি নই। আমাদের গোটা দলটাই পুরোপুরি তৈরি রিওতে নিজের সেরাটা দেওয়ার জন্য। অলিম্পিকের আগে শেষ প্রস্তুতি নিতে আমরা বুধবার স্পেনে উড়ে যাচ্ছি। রিওতে আমাদের লক্ষ্য হবে লন্ডনের দু’টি পদকের থেকে সংখ্যাটা বাড়াতে।’’

গত বারের লন্ডন অলিম্পিকে যোগেশ্বর লড়েছিলেন ৬০ কেজি বিভাগে। কিন্তু রিওতে তাঁকে লড়তে হবে ৬৫ কেজি বিভাগে। যোগেস্বর বললেন, ‘‘লন্ডন অলিম্পিকের পর কুস্তিতে অনেক পরিবর্তন এসেছে। আমি চলে গিয়েছি ৬৫ কেজি বিভাগে। এই বিভাগেও আমি ২০১৪ কমনওয়েল্থ গেমস ও এশিয়াডে সোনা জিতেছি। তবে আমাদের ইভেন্টে ওই বিশেষ দিনে ম্যাটে যে যেমন ফল করবে তার উপর সবকিছু নিভর্র করছে। তবে রিওর ম্যাটেও আমি আমার দুশো শতাংশ দেব।’’

Advertisement

কুস্তিগীরদের ফিটনেস বাড়াতে গত সপ্তাহেই সাই কতৃপক্ষ সোনিপথে একটি হাইপোজিক চেম্বার খুলে দিয়েছেন কুস্তিগীরদের ফিটনেস লেভেল বাড়াতে। সেখানে বেশ কয়েক দিন অনুশীলনের পর যোগেশ্বর বললেন, ‘‘এই হাইপোজিক চেম্বারে অনুশীলন করে মাত্র কয়েক দিনের মধ্যেই রিওগামী গোটা কুস্তিগীর দলটারই স্ট্যামিনা ও ফিটনেস উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। স্পেনে গিয়ে আমাদের স্কিলটা আমরা আরও বাড়িয়ে নিতে চাই। সুতরাং গোটা দলটার থেকে রিওতে আমরা ভাল ফল আশা করতেই পারি।’’

আরও পড়ুন

উইম্বলডন থেকে ছিটকে গেলেন জকোভিচ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement