New Zealand

বিশ্ব টেস্ট ফাইনালের আগে কোহলীদের কোন দু’জনকে সবথেকে বেশি ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

ভারতীয় দলের জোরে বোলারদেরও প্রশংসায় ভরিয়ে দেন কিউয়ি ব্যাটসম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ২০:০৪
Share:

বিরাট কোহলী ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড। এমনটা জানালেন কিউয়ি ব্যাটসম্যান হেনরি নিকোলস। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘‘আমাদের জোরে বোলারদের সঙ্গে ভারতের জোরে বোলারদের খুব বেশি পার্থক্য নেই। তবে ইংল্যান্ডের উইকেটে ভারতের দুই স্পিনারকে সামলানোই হবে কঠিন কাজ।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘ভারতের সিম বোলাররাও বেশ ভাল। তবে অশ্বিন, জাডেজার মত অভিজ্ঞ বোলার থাকায় ওরা এগিয়ে। বিশ্বের যে কোনও প্রান্তে খেললেও ভারতীয় দলে বোলিংয়ে অনেক বৈচিত্র রয়েছে।’’

ভারতীয় দলের জোরে বোলারদের নিয়ে তিনি বলেন, ‘‘ভারতের প্রথম একাদশের তিন জোরে বোলার ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা ধারাবাহিক ভাবে ভাল খেলছে। আমাদের দলের তিন জোরে বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নিল ওয়াগনার দলের গর্ব। প্রতিপক্ষ শক্তিশালী হলে চ্যালেঞ্জটাও কঠিন হয়। আমরা সকলে এই চ্যালেঞ্জ নিতে তৈরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement