mayank agarwal

নতুন অনুশীলন জার্সিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সারছেন জাডেজা, ময়াঙ্করা

বড় মঞ্চের জন্য তৈরি হচ্ছেন আরেক ভারতীয় দলের ক্রিকেটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ২২:৪৫
Share:

ময়াঙ্ক আগরওয়াল ইন্সটাগ্রাম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজেকে প্রস্তুত রাখছেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। এই ম্যাচ নিয়ে ভীষণ উত্তেজিত তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামের স্টোরিতে ভারতীয় দলের নতুন অনুশীলন জার্সি পরে একটি ছবি দেন তিনি। সেখানে লেখেন, ‘প্রস্তুতি খুব ভাল চলছে, উত্তেজনায় ফুটছি আমি’।

Advertisement

বড় মঞ্চের জন্য তৈরি হচ্ছেন আরেক তারকা রবীন্দ্র জাডেজাও। তাঁকেও ভারতের নতুন অনুশীলন জার্সি পরে মাঠে অনুশীলন করতে দেখা যায়। দু’ সপ্তাহের নিভৃতবাস শেষ করে মঙ্গলবার ইংল্যান্ডে রওনা দেবে ভারত। ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ভারতের জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই কোভিডের প্রথম টিকা নিয়ে নিয়েছেন। তাঁদের দ্বিতীয় টিকা দেওয়া হবে ইংল্যান্ডে যাওয়ার পর। সমস্তটাই ব্যবস্থা করছে বিসিসিআই। সহযোগিতা করবে সে দেশের স্বাস্থ্য দপ্তর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement