ICC World Test Championship

লটারির মাধ্যমে কোহলীদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দর্শক বাছবে আইসিসি

সাউদাম্পটনে ওই ম্যাচের জন্য যে সীমিত সংখ্যক দর্শক থাকবে তা আগেই বলা হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৯:০১
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি

ভারতের মতো করোনায় বিপর্যস্ত ইংল্যান্ড। তবে সেখানে আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে খেলবে বিরাট কোহলীর ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ওই ম্যাচের জন্য যে সীমিত সংখ্যক দর্শক থাকবে তা আগেই বলা হয়েছিল। এবার জানিয়ে দেওয়া হল যে টিকিট সংগ্রহ করতে হবে ব্যালটের মাধ্যমে।

Advertisement

এই প্রক্রিয়া অনেকটা লটারির মতো। অর্থাৎ যাঁরা খেলা দেখতে ইচ্ছুক তাঁদের আইসিসি-র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যাঁদের আবেদন গ্রাহ্য হবে শুধু তাঁরাই টিকিট কিনতে পারবেন। তবে ইংল্যান্ডের বাইরে অন্য দেশে থাকেন এমন সমর্থকরা খেলা দেখতে পারবেন না।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন কোহলীরা। তাঁদের সঙ্গে একই বিমানে উইলিয়ামসনদেরও যাওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement