Serial Killer in Punjab

গাড়িতে লিফ্‌‌ট দেওয়ার নামে লুটপাট, দেড় বছরে ১১টি খুন! পঞ্জাবে পুলিশের জালে ‘সিরিয়াল কিলার’

রাতের বেলা বেছে বেছে পুরুষদের গাড়িতে লিফ্‌ট দিতেন রাম। গাড়িতে ওঠার পরেই তাঁদেরকে ভয় দেখিয়ে কাছে থাকা টাকাপয়সা কিংবা মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া হত। সব শেষে শ্বাসরোধ করে খুন করা হত শিকারদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত ১৮ মাসে ১১টি খুন করেছিলেন। সঙ্গে ডাকাতিও। এ বার পুলিশের জালে ধরা পড়লেন পঞ্জাবের সেই ‘সিরিয়াল কিলার’। মঙ্গলবার রূপনগর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাম স্বরূপ ওরফে সোধি। ৩৭ বছর বয়সি ওই যুবক হোশিয়ারপুর জেলার চৌরা গ্রামের বাসিন্দা। রূপনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক গুলনীত সিংহ খুরানা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত ১৮ অগস্ট এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তিনি স্থানীয় একটি টোল প্লাজ়ায় চা ও জল বিক্রি করতেন। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। কিন্তু সে সময় দীর্ঘ চার মাস কেটে গেলেও ওই খুনের কিনারা হয়নি। সম্প্রতি জেলায় ঘটতে থাকা একের পর এক অপরাধমূলক ঘটনা দমন করতে নতুন করে তৎপর হয় পুলিশ। একটি পৃথক দলও গড়েন তদন্তকারী আধিকারিকেরা। এর পরেই পুরনো ওই মামলায় সন্দেহভাজন এক যুবককে সোমবার গ্রেফতার করা হয়। জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেন যুবক। শুধু তাই নয়, এ-ও জানান, একই ভাবে এর আগে আরও ১০টি খুন করেছেন তিনি!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাম স্বরূপের খুনের পদ্ধতিটিও ছিল অভিনব। রাতের বেলা বেছে বেছে পুরুষদের গাড়িতে লিফ্‌ট দিতেন রাম। গাড়িতে ওঠার কিছু ক্ষণ পরেই তাঁদেরকে ভয় দেখিয়ে কাছে থাকা টাকাপয়সা কিংবা মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া হত। সব শেষে শ্বাসরোধ করে কিংবা মাথায় ভারী ইট দিয়ে আঘাত করে খুন করতেন শিকারদের। এ ভাবে গত ১৮ মাসে পঞ্জাবের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মোট ১১টি খুন করেছিলেন রাম। সোমবার তাঁকে হোশিয়ারপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement