ICC

WTC final: কোহলীদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে মনের কোন জায়গায় রাখলেন উইলিয়ামসন?

ভারতের বিরুদ্ধে ফাইনালকে জীবনের সবচেয়ে বড় ম্যাচ মনে করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৫:৪৯
Share:

প্রতিপক্ষ বিরাটের ভারত। ফাইনালের আগে সাবধানী উইলিয়ামসন। ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলীর ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন কেন উইলিয়ামসন। আগামী ১৮ জুন থেকে সাদাম্পটনের বাইশ গজে মুখোমুখি হবে দুই দল। ভারতের বিরুদ্ধে ফাইনালকে জীবনের সবচেয়ে বড় ম্যাচ মনে করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। একই সঙ্গে তিনি মনে করেন আইসিসি পরিচালিত এই প্রতিযোগিতা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখবে।

Advertisement

এই ফাইনালকে নিয়ে সদ্য আইসিসি একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে কিউই অধিনায়ক বলেন, “আমি তো এখন থেকেই উত্তেজনায় ফুটছি। আমার তো মনে হয় এই ফাইনালে কঠিন লড়াই হবে। এর আগে ভারত বনাম অস্ট্রেলিয়া কিংবা আমাদের সঙ্গে পাকিস্তানের মধ্যে ব্যাপক লড়াই হয়েছিল। আর এটা তো ফাইনাল। এখানে তো এক ম্যাচে ফল পাওয়া যাবে। তাই এ বারের লড়াই আরও অনেক কঠিন। আর এটাই টেস্ট ক্রিকেটের মজা। পাঁচ দিন অনেক উত্থান-পতন থাকে বলেই টেস্টের এখনও কদর আছে।”

প্রতিপক্ষ যখন ভারত, তখন স্বভাবতই সাবধানী উইলিয়ামসন। তিনি যোগ করেন, “ফাইনালে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলে চাপ তো থাকবেই। দেশে কিংবা ভারতের মাটিতে খেলা হোক, বিরাট কোহলীর দলের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। আর এ বার নিরপেক্ষ জায়গায় খেলা হবে। তাই ওই পাঁচ দিন বেশ কঠিন হতে চলেছে।”

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ২ জুন থেকে ইংল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই জন্য ইতিমধ্যেই বিলেতে পৌঁছে গিয়েছে কিউইরা। আগামী ২ জুন ইংল্যান্ডে পা রাখবে টিম ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement