ICC World Test Championship

WTC Final: ফের কোহলীদের কটাক্ষ ভনের, টুইটারে পাল্টা দিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

ভারতের সাফল্য পছন্দ হয় না তাঁর। বিতর্কিত মন্তব্য করতে ওস্তাদ তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:১৫
Share:

মাইকেল ভন। ফাইল ছবি

ভারতের সাফল্য পছন্দ হয় না তাঁর। বিতর্কিত মন্তব্য করতে ওস্তাদ তিনি। শুক্রবারও তার ব্যতিক্রম নয়। বিশ্ব টেস্ট ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সুযোগে ভারতকে খোঁচা দিতে ছাড়লেন না মাইকেল ভন।

Advertisement

টুইটারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক লিখেছেন, ‘আমার মনে হচ্ছে বৃষ্টিই ভারতকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে’। ভন এই মন্তব্য করার পরেই ক্ষেপে ওঠেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টুইটারে একের পর এক বাক্যবাণ আছড়ে পড়তে থাকে।

কেউ লিখেছেন, ‘তুমি যে কাজ করতে ওখানে গিয়েছ, সেটাই করো। ভারতের কী হবে সেটা তোমায় ভাবতে কেউ বলেনি’। আর একজন লিখেছেন, ‘তোমার দেশে খেলা হচ্ছে আর তোমার দেশের ক্রিকেটাররাই সেটা টিভিতে বসে দেখছে। এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে? নিজের দেশকে নিয়ে ভাবো ভন’। আর এক সমর্থক লিখেছেন, ‘ভাগ্যিস আজ বৃষ্টিতে খেলা ভেস্তে গিয়েছে। কারণ আজ ভারত ভাল খেললে তোমার চোখ দিয়ে জলের বন্যা বইত’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement