খেলা হল না। হতাশ সমর্থক। ছবি টুইটার
আপামর ক্রিকেটপ্রেমীর উৎসাহে বাধ সাধল বৃষ্টি। শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন একটাও বল খেলা হল না। টসই করা যায়নি। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলেছে সাদাম্পটনে। মাঝে কিছু সময় থামলেও আবার বৃষ্টি পড়েছে। ফলে আম্পায়াররা ভারতীয় সময় ৭.১৫ নাগাদ প্রথম দিনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ফাইনালের পাঁচ দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে একদিন রিজার্ভ ডে-ও রাখা হয়েছে। কিন্তু প্রথম দিনের খেলা এ ভাবে ভেস্তে যাওয়ায় মন খারাপ ক্রিকেটার থেকে শুরু করে অনুরাগীদের। প্রথম দিনের খেলা আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তাতেও কোনো লাভ হয়নি।
আয়োজক আইসিসি জানিয়েছে, বাকি চারদিনই খেলা আধ ঘণ্টা করে এগিয়ে আনা হবে। অর্থাৎ ভারতীয় সময় সাড়ে তিনটের বদলে খেলা শুরু হবে বিকেল ৩টে থেকে। তবে বাকি কয়েকদিনেও বৃষ্টির পূর্বাভাস থাকায় আদৌ খেলা শুরু করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।