ছন্দে: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে সফল ঋদ্ধিমান। টুইটার
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ যত এগিয়ে আসছে, ততই যেন ছন্দে ফিরছেন ঋদ্ধিমান সাহা। বুধবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ৬৫ বলে ৬২ রান করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান।
এ দিন ত্রিনিদাদে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ‘এ’ দলের ব্যাটসম্যানদের। শূন্য রানে ফিরে যান অভিমন্যু ঈশ্বরন। ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ফিরে যান ৩৩ রানে। প্রিয়ঙ্ক পঞ্চাল (১১) ও শুভমন গিলও (০) সফল হননি। ৪৮ রানে চার উইকেট থেকে দলকে ১৩৪-৫ স্কোরে পৌঁছে দেয় ঋদ্ধি-হনুমা বিহারী জুটি। ১৪০ বলে ৫৫ রান করেন ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বিহারী।
তাঁরা দু’জনে ফিরে যাওয়ার পরে দলকে টানতে পারেননি লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা। কৃষ্ণাপ্পা গৌতম, উমেশ যাদব, শাহবাজ নাদিম ও আবেশ খান মিলে ১০ রান যোগ করার পরে ২০১ রানে শেষ হয়ে যায় ভারতীয় ‘এ’ দলের ইনিংস।
প্রথম বেসরকারি টেস্টেও হাফসেঞ্চুরি করেছিলেন ঋদ্ধি। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হয়নি। তৃতীয় টেস্টে ফের ব্যাট করার সুযোগ পেয়ে নিজের ছন্দ ধরে রাখলেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার।
ত্রিনিদাদে বৃষ্টি হওয়ার কারণে উইকেট ছিল স্যাঁতসেঁতে। যার সাহায্য নিতে ভুল করেননি বিপক্ষ পেসার চেমার হোল্ডার ও মিগুয়েল কামিন্স। তিন উইকেট নেন হোল্ডার। এক উইকেট কামিন্সের। ক্যারিবিয়ান ‘এ’ দলের অফস্পিন-লেগস্পিন জুটি মিলে পাঁচ উইকেট নেন। তিন উইকেট অফস্পিনার আকিম ফ্রেজ়ারের। দু’উইকেট নেন ইয়ানিক ক্যারিয়াহ।
জবাবে ওয়েস্ট ইন্ডিজও নড়বড়ে শুরু করে। ৫১ ওভারের মাথায় ১৩৫ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল সুনীল অ্যামব্রিসদের। দু’টি করে উইকেট নেন উমেশ যাদব ও গৌতম। একটি উইকেট শিবম দুবের।