Wrestling Federation of India

আদালতে কুস্তি সংস্থা

কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাড হক প্যানেল জানিয়েছে গত বছরের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ০৮:২৬
Share:

—প্রতীকী চিত্র।

প্রতিবাদী জাতীয় কুস্তি সংস্থার কর্তারা আগামী সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিলেন। একই সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছেন তাঁরা ১৬ জানুয়ারি। নবনির্বাচিত কুস্তি সংস্থার প্যানেলকে নির্বাচনের তিন দিন পরে বরখাস্ত করে ক্রীড়ামন্ত্রক।

Advertisement

এ দিকে, কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাড হক প্যানেল জানিয়েছে গত বছরের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে। অ্যাড হক প্যানেলের প্রধান ভূপিন্দর সিংহ বাজওয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৪ জাতীয় চ্যাম্পিয়নশিপ আলাদা ভাবে আয়োজিত হবে। কুস্তি সংস্থায় চলা এত দিনের অচলাবস্থার জন্য গত বছরের বয়সভিত্তিক এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়নি। যাতে সমস্যায় পড়েন বহু কুস্তিগির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement