virat kohli

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে চিন্তিত নন কোহালি: যুক্তি দিয়ে সব বিচার করা যায় না

কোহালি উল্টে বলেন, কিছু কিছু জিনিস যুক্তি দিয়ে বিচার করা যায় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৭
Share:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে চিন্তিত নন ভারত অধিনায়ক। ছবি - টুইটার

একটা মাত্র টেস্ট হারে একেবারে শীর্ষ স্থান থেকে এক ঝটকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছে ভারত। কিন্তু এতে একেবারেই চিন্তিত নন বিরাট কোহালি। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ২২৭ রানে হারের পর সাংবাদিক সম্মেলনে কোহালি উল্টে বলেন, কিছু কিছু জিনিস যুক্তি দিয়ে বিচার করা যায় না।

Advertisement

কোহালি বলেন, ‘‘যে জিনিসগুলো আমাদের হাতে নেই, সেগুলো নিয়ে ভেবেও লাভ নেই। কিছু কিছু জিনিসের পিছনে কোনও কারণ থাকে না। আবার কিছু জিনিস আছে, যেগুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিতর্ক চলতে পারে। আমরা যেটা করতে পারি, সেটা হল মাঠে নেমে ভাল খেলা। এটুকুই আমাদের হাতে আছে। এটাতেই আমরা মন দিচ্ছি। কারা শীর্ষে আছে, সেটা নিয়ে মাথা ঘামিয়ে আমাদের লাভ নেই। এখনও পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, পরের ম্যাচগুলোতেও সেভাবেই খেলব। আমাদের জন্য কিছুই বদলায়নি। লকডাউনের জন্য যদি হঠাৎ নিয়ম বদলে যায় আমাদের কিছু করার নেই।’’

চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ ভারতের জন্য কঠিন হল। এই সিরিজে আর কোনও ম্যাচ হারলে চলবে না ভারতের। ভারতের প্রয়োজন ৭০ পয়েন্ট। ৪ ম্যাচের সিরিজে, ম্যাচ জিতলে পাওয়া যায় ৩০ পয়েন্ট, ড্র করলে ১০। বাকি ৩ ম্যাচে অন্তত দুটো ম্যাচে জয় এবং একটিতে ড্র চাইবেন বিরাট কোহালিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement